সভাপতির বানী

বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামী শিক্ষার গুরুত্ব অপরিসীম। ক্ষুধা ও দারিদ্রমুক্ত, দূর্ণীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদমুক্ত, শিশুবিবাহমুক্ত, যৌতুকমুক্ত সুখি, সমৃদ্ধশালী উন্নত রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে ও এলাকায় কোমলমতি শিশুকে সৎ, নির্ভক, আদর্শবান করে গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৬ সালে ধানদিয়া কাটাখালী আদর্শ দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সাহায্য ও সহযোগীতায় অনেক বাধা বিপত্তি মোকাবেলা করে বিদ্যালয়টি দিন দিন এগিয়ে চলছে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে, ডিজিটাল বাংলাদেশ গড়ার সৈনিক গড়তে, উন্নত জাতি গঠনে, সোনার বাংলার সোনার সৈনিক গঠনের সহায়ক ভূমিকা পালন করছে।